শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:৪২

প্রেমিকাকে হত্যার দায়ে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রেমিকের কাছে বিয়ের দাবি করায় এক নারীকে হত্যার পর ব্রিজের নিচে ফেলে রেখে যায় মহিউদ্দিন (৩৫) নামে এক পরকীয়া প্রেমিক, আর এ ঘটনা কুমিল্লার দেবিদ্বারে।
গতকাল সোমবার প্রেমিক মহিউদ্দিন ও তার সহযোগীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রেমিক মহিউদ্দিন প্রেমিকা শাহনাজকে (৫২) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। এর আগে রবিবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাস টার্মিনাল থেকে মহিউদ্দিনকে তার সহযোগীসহ গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইউছুফপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের একটি ব্রিজের নিচে থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় শাহনাজ বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যার ঘটনায় নিহতের বড় ছেলে সবুজ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল আসামি ও তার সহযোগীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।
শাহনাজ বেগম মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মো. শাহ আলমের স্ত্রী।