ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক দ্বন্দে যশোরের চৌগাছায় স্বামীর উপর্যুপরি বাঁশের আঘাতে স্ত্রী রেকসোনা খাতুনের (৩৫) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী ঘটনার পর পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ জনাব, মো. আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ও নিহতের স্বামী পলাতক রয়েছে। তবে তাকে দ্রুত আটকের চেষ্টা চলছে।