মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:৫০

বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তৌহিদুল ইসলাম আরিফ (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্র বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেছেন, আর এ ঘটনা কক্সবাজার টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়া এলাকায়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সোমবার বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। তৌহিদুল ইসলাম আরিফ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ৩নং ওয়ার্ডের বাসিন্দা হোসাইন আহমদের ছেলে।