মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:৩৪

কিশোরকে ছুরিকাঘাতে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাওনা টাকা চাওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জে সৃষ্ট বিরোধে মো: আব্দুর রহমান হৃদয়কে (২৪) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
গতকাল শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে এই ঘটনা ঘটে।
নিহত মো: আব্দুর রহমান হৃদয় (২৪)
তিনি উপজেলার চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের সওদাগর বাড়ির মো: সেলিমের ছেলে এবং তিনি ফার্নিচার মিস্ত্রি ছিলেন।
চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ঘোষ বলেন, লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।