মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:৪০

তিনজন নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনা ঘটেছে গতকাল শনিবার (১৮ জানুয়ারি) চকরিয়া লামা আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায়।
এ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং নিহতরা হলেন, ওই এলাকার চেয়ারম্যান পাড়ার মাসুকের ছেলে বেলাল (৩০), চট্টগ্রামের মনু মিস্ত্রি কলোনি এলাকার মনু মিস্ত্রির ছেলে সৈয়দ আমিন (৪৫), বাজার পাড়ার মিন্টুর ছেলে মোহাম্মদ মিনহাজ (১৮)।
ঘটনার পর এলাকায় পুলিশ ও দমকল বাহিনীর লোকজন গিয়েছেন। লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
আলীকদম থানার উপ পরিদর্শক শাকিল জানিয়েছেন, চকরিয়া থেকে তিনজন মোটরসাইকেল আরোহী আলীকদম যাওয়ার পথে তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা দুটি ডাম্প ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীরা নিহত হন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।