ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কিশোর গ্যাংয়ের হাতে গাজীপুরের শ্রীপুরে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আর এই হত্যার অভিযোগ উঠেছে নিহত যুবকের প্রেমিকার সাবেক প্রেমিকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করেছেন পুলিশ।
ছুরিকাঘাতে নিহত সৈকত (১৯) বগুড়া জেলার সারিয়াকান্দি থানার হাওরাখালির চাঁন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের একটি পোশাক কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি করতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল ঘটনার সত্যতা সম্পর্কে জানিয়েছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।