ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তাজবির হোসেন শিহান (২৬) নামে গাজীপুরের কালিয়াকৈরে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তাজবির হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রিয়াদ মাহমুদ ঘটনাস্থলে গেলে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ওসি জনাব, রিয়াদ মাহমুদ বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাজবির হোসেন শিহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।