ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কক্সবাজারের সুগন্ধা বীচ থেকে গলা কেটে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি আভিযানিক দল। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) গোয়েন্দা নজরদারী ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আব্দুল মজিদকে (৩৯) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ নাটোরের সিংড়া থানার বড় শাঐল গ্রামের বাসিন্দা।
আসামি জেল পলাতক হয়ে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সদর মডেল থানা এলাকায় আত্মগোপনে থেকে দেশ ত্যাগ করার চেষ্টা করছিলেন। এন্টি টেররিজম ইউনিটের একটি চৌকস দল গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাই বাচাইপূর্বক আসামির অবস্থান সনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।