ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নতুন এই আইফোনে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ৫জি থাকবে। অ্যাপল বলছে ফোনটি ‘সুপার ফাস্ট’ হবে।
অ্যাপল সাধারণত সেপ্টেম্বরে তাদের ইভেন্ট করে থাকে। কিন্তু এবার করোনার কারণে পিছিয়ে গেছে। অবশেষে ইভেন্টের তারিখ ঘোষণা করল অ্যাপল। দ্য ভার্জ জানিয়েছে, ১৩ অক্টোবর নতুন ইভেন্টে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি তাদের আইফোন ১২ ডিভাইস আনতে পারে।
এ বছর মোট ৪টি আইফোন আনতে পারে অ্যাপল: আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ম্যাক্স প্রো।
প্রতিটি ফোনেই থাকবে ফাইভজি নেটওয়ার্ক সাপোর্ট। আইফোনগুলোর আকার হবে ৫.৪ ইঞ্চি থেকে ৬.৭ ইঞ্চির মধ্যে। ফোন বাদে আরও কিছু পণ্য আনবে অ্যাপল। এ তালিকায় আছে লোকেশন ট্র্যাকিং ডিভাইস এয়ারট্যাগস, সাশ্রয়ী দামের হোমপড ও হেডফোন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চূড়ান্ত আইফোন ১২ ইউনিটের প্রথম চালান পরিবেশকের কাছে যাবে ৫ অক্টোবর।
নিজেকে অ্যাপলের সবচেয়ে বিতর্কিত প্রতিবেদক দাবি করা জন প্রসার টুইটে বলেছেন, ‘চিন্তা করবেন না আইফোন ১২ প্রো এবং প্রো ম্যাক্স শুরু হবে ১২৮ গিগাবাইট মডেল দিয়ে।
এই তথ্য প্রকাশের আগে আরেক প্রতিবেদনে ইঙ্গিত এসেছে, আইফোন ১২-ই হতে পারে অ্যাপলের প্রথম স্মার্টফোন যেখানে বাক্সের সঙ্গে ইয়ারফোন বা চার্জিং প্লাগ নাও আসতে পারে।