শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:১৩

এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ভবনের তৃতীয় তলায় এক গার্মেন্টসের মালামাল স্থানান্তর করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. মোক্তার শেখ (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন, আর এ ঘটনা ঢাকা রাজধানীর ঝিগাতলার কাঁচা বাজার এলাকায়। আহত হয়েছেন অপর ভ্যানচালক আনোয়ার হোসেন (৪৫)। তিনি নিহতের সম্পর্কে ভায়রা ভাই।
গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট হাজারীবাগ থানায় জানানো হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।