ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবু কালাম (৩৫) নামে এক হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ এবং তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে ছিল। বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মাধবদী থানার উত্তর চরভাষানিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু কালাম মাধবদী থানার উত্তর চরভাষানিয়া এলাকার আবু সিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, জেলা কারাগার থেকে পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশ সুপার জনাব, মোহাম্মদ আব্দুল হান্নান এর দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামী আবু কালাম উত্তর চরভাষানিয়া এলাকার নিজ বাড়িতে অবস্থান করছে। পরে মাধবদী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।