বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৩

এক যুবককে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসায় ঢুকে ঢাকা রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় শাহাদাত হোসেন (২০) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) রাতে কাটাসুরের গ্রীণভিউ হাউজিং এ এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ইফতেখার হাসান। তিনি বলেন, শাহাদাত নামের এক যুবককে বাসায় ঢুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত শাহাদাতকে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, কে বা কারা শাহাদাতকে কুপিয়ে হত্যা করেছে সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
আশপাশের সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যায় জড়িতদের গ্রেফতার করা হবে।