ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজ শিশুকন্যাকে হত্যার দায়ে মৌলভী বাজারের কমলগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছমির মিয়াকে গ্রেফতার করেছেন পুলিশ। গতকাল শুক্রবার (১২ জুলাই) রাতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড়ের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামির বাড়ি রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব, সাইফুল আলম জানান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব, মো. মনজুর রহমানের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানে গতকাল রাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছমির মিয়াকে গ্রেফতার করা হয়েছে।