মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:৩০

গ্রেপ্তার মৃত্যুদণ্ডের আসামি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. বাইতুল হোসেন সুজন (৩৭) নামের এক মৃত্যুদণ্ডের আসামিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব, আর এ ঘটনা জয়পুরহাটের।
আজ বুধবার সকালে জয়পুরহাট র‌্যাব-৫ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সুজন জয়পুরহাট সদর উপজেলার দেবীপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
গতকাল মঙ্গলবার রাতে মো. বাইতুল হোসেন সুজনকে সদর উপজেলার ভাদসা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ২৮ জুন জয়পুরহাট শহরের প্রামাণিক পাড়ার ফজলুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেনকে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০০৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি শেষে গত ৩১ জানুয়ারি জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক জনাব, মো. আব্বাস উদ্দিন ১১ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ১১আসামির মধ্যে ৬ জন পলাতক ছিলেন।
মামলার রায় ঘোষণার পর থেকেই র‌্যাব-৫ এবং র‌্যাব-১০ এর গোয়েন্দা দল মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন। সর্বশেষ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়।