মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:৫৬

গৃহবধূর আঘাতে এক যুবক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমিসংক্রান্ত বিরোধের জের ধরে খুলনার বটিয়াঘাটা উপজেলার নোয়াইলতলা এলাকায় গৃহবধূর কোদালের আঘাতে মো. করির মোল্লা (৪৭) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত করির মোল্লা ওই এলাকার মো. রাসেদ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি নিয়ে সুফিয়া বেগম ও মো. কবির মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলে আসছিল। গতকাল শনিবার তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সুফিয়া বেগমের (৫৫) কোদালের আঘাতে মো. কবির মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।
সুফিয়া বেগম ওই এলাকায় মৃত আশরাফ আলী লস্করের স্ত্রী। স্থানীয় জনতা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
এ ব্যাপারে বটিয়াঘাটা থানার ওসি জনাব, রিপন কুমার সরকার বলেন, ঘটনাস্থল থেকে আসামিকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।