মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:২৩

হত্যা মামলার আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হত্যা মামলার পালাতক আসামি মো. শাহজাহানকে (৩৭) কক্সবাজারের চকরিয়া থেকে আটক করেছেন র‌্যাব। তিনি গ্রেপ্তার এড়াতে ১০ বছর ধরে পলাতক ছিলেন। পরে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করলে গ্রেপ্তার দেখানো হয়।
বৃহস্পতিবার উপজেলার খুটাখালী ইউনিয়ন থেকে শাহজাহানকে আটক করে র‌্যাব-১৫ কক্সবাজার সদরের একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত শাহজাহান খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপড়ার বাসিন্দা।
র‌্যাব জানায়, ২০১৪ সালের একটি হত্যা মামলায় আসামি হন মো. শাহজাহান। ওই মামলায় আদালত শাহজাহানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে শাহজাহান পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন। সম্প্রতি খুটাখালিস্থ নিজ বাড়িতে অবস্থান করছিলেন বলে গোপন সংবাদে র‌্যাব জানতে পারে। এরপর র‌্যাব-১৫ কক্সবাজার সদরের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মো. শাহজাহানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শেখ মোহাম্মদ আলী জানান, মো. শাহজাহান নামের হত্যা মামলার এক আসামিকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি দল।