ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা কুমিল্লায়। নিহত ওই ব্যক্তির নাম মো. মুছা আলী (৪০)। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ব্যবসা করতেন। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের নেপথ্যে মাদক কিংবা আর্থিক বিরোধ থাকতে পারে।
গতকাল বুধবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেলার দেবীদ্বার উপজেলার বাগুর বাসস্টেশনের উত্তর পাশের এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, নয়ন মিয়া বলেন, নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ণ দেখা গেছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনায় জড়িতরা নিহত মুছার পূর্বপরিচিত ছিল। হত্যাকাণ্ডের নেপথ্যে মাদক কিংবা আর্থিক বিরোধ থাকতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।