মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:০৩

গলাকেটে খুনের ঘটনায় মামলা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মা, বাবা ও মেয়েকে সিরাজগঞ্জের তাড়াশে গলাকেটে খুনের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিহত স্বর্না রানীর ভাই সুকমল সাহা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, নজরুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলছে। আশা করছি, খুব শিগগিরই রহস্য উদঘাটন হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি ডিবি, পিবিআই, সিআইডি ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুনিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
এর আগে গতকাল মঙ্গলবার ভোরে তাড়াশ পৌর এলাকার গোপাল জিউ মন্দির এলাকায় একটি তিনতলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ওই এলাকার কালিচরন সরকারের ছেলে বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্না রানী সরকার ও মেয়ে পারমিতা সরকার তুষি।