মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:০৪

অটোরিকশা চালকের মৃত্যু ছিনতাইকারীর মারধরে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারীর মারধরের শিকার হয়ে বগুড়ার আদমদীঘিতে আহত অটোরিকশা চালক রুবেল হোসেনের (৩০) মৃত্যু হয়েছে। নিহত রুবেল হোসেন উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া গ্রামের কাজেম উদ্দিনের ছেলে। তিনি গত রবিবার রাতে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, রাজেশ কুমার চক্রবর্তী জানান, ছিনতাইকারীদের মারধরে আহত রুবেলের মৃত্যুর ঘটনায় এখনো তার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করেননি কেউ। তবে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।