মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:০৪

মরদেহ উদ্ধার স্বামী-স্ত্রীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা নোয়াখালীর সদর উপজেলার।
সোমবার (২৯ জানুয়ারি) ভোরে নোয়াখালী পৌরসভার বসুন্ধরা কলোনীর একটি বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।
নিহত স্বামীর নাম মেহেদি হাসান শুভ (২২) ও তার স্ত্রী তামান্না ইসলাম (১৬)।
সুধারম থানার ওসি জনাব, মীর জাহেদুল হক রনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী শুভ প্রথমে স্ত্রীর গলা কেটে হত্যা করেন, পরে নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
তবে ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।