মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:০৭

এক পোশাক শ্রমিককে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খুন হলো এক পোশাক শ্রমিক এবং তার নাম ববিতা। ঘটনার পর থেকেই পলাতক স্বামী পরিচয়ে প্রেমিক।
রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানার ইউনিক এলাকায় একটি টিনশেড বাড়ির কক্ষ থেকে লাশ উদ্ধার করেন পুলিশ।
নিহত ববিতা আক্তার (২৫) গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার বাসিন্দা।
তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার আগের স্বামী ও সন্তান রয়েছে। স্বামী পরিচয়দানকারী প্রেমিকের পরিচয় জানা যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল মালেক বলেন, সুরতহালে প্রাথমিকভাবে ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ববিতাকে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা নতুন বাসায় ভাড়া উঠেছিল। স্বামী পরিচয় দানকারীর প্রেমিকের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।