মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:১৬

গলা কেটে খুন এবং স্বামী গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাফিজা খাতুন নামে (৩৫) চুয়াডাঙ্গার জীবননগরে এক নার্সকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামী কবির হোসেনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এ ছাড়া খুনের কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর পৌর শহরের হাসপাতাল সড়কে একটি প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটেছে।
নিহত হাফিজা খাতুন জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের হালসানাপাড়ার শমসের আলীর মেয়ে এবং একই উপজেলার বালিহুদা গ্রামের টাইলস মিস্ত্রি কবির হোসেনের স্ত্রী। হাফিজা খাতুন ওই ক্লিনিকে আট বছর ধরে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাগবির হাসান জানান, হাসপাতালে আনার আগেই হাফিজা খাতুনের মৃত্যু হয়। তাঁর গলায় এবং হাতে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব, নাজিম উদ্দিন আল আজাদ বলেন, জীবননগরের একটি ক্লিনিকে হাফিজা খাতুন নামে এক নার্সকে গলা কেটে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের আড়াই ঘণ্টার মধ্যে ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে খুনের কাজে ব্যবহৃত ছুরি। হাফিজার স্বামী গ্রেপ্তার কবির হোসেন জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে। হাফিজার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।