ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বেসরকারি এনজিও অফিসের নিরাপত্তাকর্মী জুয়েল মিয়াকে (২০) ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন অপর নিরাপত্তাকর্মী আখতার হোসেন, আর এ ঘটনা ঢাকা রাজধানীর মোহাম্মদপুর থানার মিরপুর রোডের। এ ঘটনায় আখতারকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
পুলিশ বলেছেন, ভাসমান যৌনকর্মীদের সঙ্গে সম্পর্ক রয়েছে আখতারের। এমন একজনকে তিনি বান্ধবী বলে পরিচয় দেন। তার সঙ্গে আখতারকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় জুয়েল মিয়াকে তিনি নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন।
বৃহস্পতিবার ঢাকা রাজধানীর মোহাম্মদপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জনাব, এইচ এম আজিমুল হক।
তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ জানতে পারে মিরপুর রোডের বেসরকারি একটি এনজিও কার্যালয়ের পাওয়ার সাব-স্টেশন রুমের ভেতর থেকে নিরাপত্তাকর্মী জুয়েলের হাত-পা বাঁধা লাশ রয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।