মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:০৩

শ্যালক নিহত ভগ্নিপতির ছুরিকাঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চাল ধার দেওয়া নিয়ে দ্বন্দ্বে কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভগ্নিপতির ছুরিকাঘাতে শ্যালক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাগিনা রশিদ আহমদকে আটক করেছেন পুলিশ।
বুধবার উপজেলার সাবরাং ইউনিয়নের প্যান্ডল পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. ওসমান গনি।
নিহত শাহ আলম (২৮) প্যান্ডল পাড়ার বাসিন্দা ও আটক রশিদ আহমদ (২০) একই এলাকার জাফর আলমের ছেলে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।