ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কথার জেরে সুহিনূর ওরফে সফিক (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে, আর এ ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।
উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুর রহমান ও ফয়জুর রহমান নামে দুই জনকে আটক করেছেন পুলিশ। তারা একই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, সিরাজুল ইসলাম বলেন, অভিযুক্ত দুই ভাইকে আটক করা হয়েছে। এই ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।