ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাসা থেকে রাজ্জাক (৫৫) নামে এক রাজমিস্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা নারায়নগঞ্জের ফতুল্লার পাগলায়।
গতকাল শুক্রবার ফতুল্লার পাগলার নুরবাগস্থ একটি ভবনের পঞ্চম তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাজ্জাক শরিয়তপুরের মরহুম আব্দুল খাঁর ছেলে।
জানা গেছে, তিনি তার ছেলে আকাশকে (২২) নিয়ে ওই বাসায় বসবাস করতেন।
রাজ্জাকের ছেলে আকাশ জানান, তার মা পাঁচ মাস আগে মারা যান। বাবাকে নিয়ে তিনি ওই বাসায় থাকতেন। তিনি নবাবপুরে একটি দোকানে চাকরি করেন। তার বাবা এক সময় রাজমিস্ত্রীর কাজ করলেও বর্তমানে তিনি বাসায় থাকতেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, নূরে আযম মিয়া জানান, রাজ্জাক নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্তসহ রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।