ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে, আর এ ঘটনাকক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে। রোববার (১৯ নভেম্বর) বিকালের দিকে উখিয়ার ক্যাম্প-০৯ এর এইচ/১ ব্লক এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি জনাব, মো. শামীম হোসেন।
নিহত খুরশিদা বেগম (২৭) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ এইচ/১ ব্লকের বাসিন্দা লিয়াকত আলীর স্ত্রী। লিয়াকত আলী (২৯) একই ক্যাম্পের আবু সৈয়দের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, উখিয়া এফডিএমএন ক্যাম্প-৯ এর এইচ-১ ব্লকের লিয়াকত আলী নিজের ঘরে স্ত্রী খুরশিদা বেগমকে দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা খুরশিদা বেগমকে উদ্ধার করে ক্যাম্পের আইওএম হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। ঘটনার পর থেকে লিয়াকত পলাতক।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।