বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৮:৩৯

ভাইয়ের হাতে ভাই খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিহত হয়েছেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা রাজধানীর গেন্ডিরায়া থানা এলাকায় বড় ভাই দিলীপ ঘোষের কাঠের লাঠির আঘাতে ছোট ভাই মিঠু ঘোষ (৪২) । ঘটনার পর থেকে দিলিপ ঘোষ পলাতক রয়েছেন।
নিহতের বড় ভাই উত্তম ঘোষ জানান, গেন্ডারিয়ার কালীচরণ রোডের বাসায় জুতা রাখা নিয়ে ভাই দিলীপ ও তার স্ত্রী রীনা ঘোষের সাথে ঝগড়ায় লিপ্ত হয় মিঠু। এক পর্যায়ে ভাই দিলীপ ও তার স্ত্রী রীনা মিলে মারধর শুরু করেন মিঠুকে। এ সময় মিঠু অচেতন হয়ে পড়লে আত্মীয়রা তাকে উদ্ধার করে সদরঘাট ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন মিঠু বৃহস্পতিবার মারা যায়।
নিহতের কপালে, উভয় হাতে, উভয় পায়ে জখমের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।