বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৮

হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচালক ও হেলপার হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত, আর এ হত্যা কান্ড হয়েছে মানিকগঞ্জে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জনাবা, সাবিনা ইসয়াসমিন এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ঢাকা জেলার ধামরাই উপজেলার বড়াকৈর গ্রামের বদর উদ্দিন, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের মো. ইসলাম ওরফে কালু, একই গ্রামের ইয়াকুব আলী শেখ ও গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার হারবাইদ গ্রামের বিল্লাল শিকদার।
আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ২০১ ধারার অপরাধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ের আরো দুই মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আখের আলী আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা বিভিন্ন সময় আদালত থেকে জামিনে বের হয়ে পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মথুর নাথ সরকার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।