ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভাগ্নের হাতে মামা হত্যা মামলায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মান্নান ওরফে রফিক মাতবরকে (৫২) গ্রেপ্তার করেছে ফরিদপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। তাদের দাবি, গ্রেপ্তারকৃত রফিক মাতবর দীর্ঘ ২৯ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই সাজাপ্রাপ্ত আসামির গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে।
এর আগে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকা থেকে ওই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।