ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চালক আজাদ হোসেনকে হত্যার দায়ে ঝিনাইদহ সদর উপজেলার বয়েড়াতলা গ্রামে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব, মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের হাজের উদ্দিনের ছেলে টোকন মিয়া, দোগাছী গ্রামের মৃত নান্নু বিশ্বাসের ছেলে তাহিদুর রহমান তাহিদ ও যশোর কোতায়ালী থানার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নওশের আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার।
মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১৩ সালের ২৮ জুন রাতে সদর উপজেলার বয়েড়াতলা গ্রামের মকর আলী মণ্ডলের ছেলে আজাদ হোসেনের আলমসাধু ভাড়া নিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে পোড়াহাটি ১০ নম্বর নামক স্থানে ঝোপের মধ্যে ফেলে রেখে আলমসাধু নিয়ে পালিয়ে যায় আসামিরা। ঘটনার আট দিন পরে ৫ জুলাই তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মকর আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঐ মামলায় টোকন, তাহিদ ও শুকুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।