সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:৪৩

ছুরিকাঘাতে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোবাইলে ডেকে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌর এলাকায় ছুরিকাঘাতে হত্যা করেছেন এক যুবক। গতকাল রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ফয়লা মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত মেহেদী হাসান (২৪) কালীগঞ্জ ফয়লা মাস্টারপাড়া এলাকার সফর আলীর ছেলে।
এদিকে, এ ঘটনায় রাতেই ঘাতক আকরাম হোসেনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। তিনি একই এলাকার ছেলে। তবে এ ঘটনায় আটককৃতের ভাই পলাতক রয়েছেন।
এ ব্যাপারে নিহত মেহেদীর মা সাবিয়া বেগম জানান, তার ছেলের ভিসা-পাসপোর্টসহ ও বিমানের টিকিট হয়ে গেছে এবং আর তিন দিন পরে ছেলে মালয়েশিয়া চলে যাবে। কিন্তু তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাহাবুবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে তদন্তের পর বেরিয়ে আসবে।