শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ৩:৫৪

ছুরিকাঘাতে হত্যায় ফাঁসির রায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কলেজছাত্রী বেনজির জাহান মুক্তাকে হত্যার দায়ে বরিশালের ঝালকাঠির নলছিটিতে প্রেমিক মো. সোহাগ মীরকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১১টায় ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব, ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি জনাব, আব্দুল মান্নান রসুল এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়।
আসামিপক্ষের আইনজীবী জনাব, মঞ্জুর হোসেন বলেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত সোহাগ মীর আদালতে উপস্থিত ছিলেন।