বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:১৬

ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনার কারণে সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রায় দুইশ বছরের প্রাচীন দেশের সবচেয়ে বড় ঈদগাহ ঐতিহাসিক শোলাকিয়া মাঠে এ বছর ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী জানান, সারা দেশের মতো বাংলাদেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল ফিতরের জামাতের মতো ঈদুল আজহা জামাতও অনুষ্ঠিত হচ্ছে না। মুসল্লিদের জীবন-ঝুঁকি বিবেচনা করে ঈদুল আজহার জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ জানানো হয়েছে। করোনার কারণে এ বছরের ঈদুল ফিতরের জামাতও অনুষ্ঠিত হয়নি ঐতিহাসিক এই ঈদগাহ মাঠে।