ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেলা দেখার কথা বলে নড়াইলে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার ৬ দিন পর ইয়াসিন মোল্যা (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া ঈগহাহের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে। লাশটি খেজুরের পাতা দিয়ে ঢেকে রাখা ছিল। পঁচে গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তখন দেখতে পান। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
জানা গেছে, নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার বাসিন্দা বিল্লাল মোল্যার ছেলে ইয়াসিন গত ১৬ জানুয়ারি রাত ১১টার দিকে বন্ধুদের সঙ্গে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন সুলতান মঞ্চ চত্বরে সুলতান মেলা দেখার জন্য মোটরসাইকেল নিয়ে বের হয়। এরপর থেকে তার খোঁজ মেলেনি।
পরে এ ঘটনার গত ১৮ জানুয়ারি ইয়াসিনের বোন শিরিনা খানম সদর থানায় সাধারন ডায়েরি করেছেন। ইয়াসিনের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা তার বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মো. ওবায়দুর রহমান জানান, এলাকাবাসীর খবর পেয়ে দুপুর ২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।