বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৯:১০

হত্যা মামলার আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বহুল আলোচিত চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার পলাতক আসামি মীর মো. নূরে আলম ওরফে লিমনকে (৩৫) ১০ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রবিবার রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মীর মো. নূরে আলম রংপুরের পীরগাছা উপজেলার মীর ম. নুরুল ইসলামের ছেলে।
আজ সোমবার সকালে র‍্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি জনাব, মো. ফজলুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে। বিশ্বজিৎ হত্যা মামলার রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন।