ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ব্যক্তির ভাসমান লাশ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর ক্যানাল ঘাট এলাকা থেকে উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। আজ রোববার দুপুরে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মরদেহটি পদ্মা নদীর পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না, বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে বলে জানা যায়।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সিরাজুল কবির বলেন, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর লাশ নদীর তীরের পানিতে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা পুলিশের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।