শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৬

ঘুষির আঘাতে হত্যার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুকে ঘুষি মেরে এক কৃষককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঞ্চনাটকে মাইকে অতিথির নাম ঘোষণা করা নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা নদী বেষ্টিত দুর্গম কালাপাহাড়িয়ায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। মৃত কৃষকের নাম হারিছ মিয়া (৪৫)। সে কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার আলমাসের ছেলে।
এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আজিজুল হক হাওলাদার বলেন, হারিছের মৃত্যুর ঘটনাটি সন্দেহজনক হওয়ায় মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।