মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:২৮

কুপিয়ে হত্যা এক ব্যবসায়ীকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যবসায়িক লেনদেনের জেরে মৌলভীবাজারের কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ফল ব্যবসায়ী জয়নাল মিয়া (৫৫) রাজনগর উপজেলার টেংরা বাজারের ফল বিক্রেতা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রঙ্গীরকুল এলাকার নোয়াবাগিচা রাবার বাগানের পাশে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
নিহত জয়নাল রাজনগর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা মুন্সি আরজদ মিয়ার ছেলে।
কুলাউড়া থানার ওসি জনাব, আব্দুছ ছালেক বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, আর্থিক লেনদেনের কারণে জয়নালকে হত্যা করা হতে পারে তবে বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।