ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মহিবুল্লাহ খান (২১) নামে এক যুবক তার চাচার হাতে খুন হয়েছে শনিবার ৫ নভেম্বর মাগুরা সদর উপজেলা ডহরসিংড়া গ্রামে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার জনাব, কামরুল ইসলাম জানান, শনিবার বিকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মহিবুল্লাহর সঙ্গে তার চাচা রেজা খানের বাগবিতণ্ডা হয়।
বাগবিতণ্ডার এক পর্যায়ে রেজা খান মহিবুল্লাহর ওপর হামলা চালালে সে গুরুতর আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত ৯ টার দিকে অ্যাম্বুল্যান্সের মধ্যে সে মারা যায়।
নিহত মহিবুল্লাহ ডহরসিংড়া গ্রামের রবিউল খানের ছেলে। ঘটনার পর থেকে রেজা খান পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।