রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:৪৬

ছুরিকাঘাতে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকনিক বাসে কথা কাটাকাটির জেরে রাজধানীর আসাদগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন এবং তার সঙ্গী আরেকজন এ ঘটনায় আহত হয়েছেন।
লালবাগের একদল তরুণ দুটি বাস ভাড়া করে মঙ্গলবার সকালে ধামরাইয়ের একটি পার্কে পিকনিক করতে গিয়েছিলেন।
ফেরার পথে আসাদগেট এলাকায় তাদের বাসে উঠে বহিরাগতরা দুজনকে ছুরি মেরে বসে।
আহতাবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১টার দিকে রাব্বী নামের ২৫ বছর বয়সি একজনের মৃত্যু হয় বলে শেরেবাংলা নগর থানার পরিদর্শক শাজাহান মণ্ডল জানান।
শেরেবাংলা নগর থানার ওসি জনাব, উৎপল বড়ুয়া বলেন, বাসে রাব্বীর সঙ্গে যাদের ঝগড়া হয়েছিল, তাদের মধ্যে একজনের নাম ফারুক। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।