রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:২৮

এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় ফরিদপুরের ভাঙ্গায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এবং সেই বৃদ্ধের নাম তৈয়াব আলী আকন্দ (৬০)।
রোববার সন্ধ্যায় উপজেলার হামেরদী ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তৈয়াব আলী ওই গ্রামের মৃত কাদের আকন্দের ছেলে। পেশায় তিনি মুদি দোকানি ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, এক মাস আগে মাধবপুর গ্রামের একজন মাদক কারবারিকে ইয়াবা বড়িসহ পুলিশের হাতে তুলে দিয়েছিল গ্রামবাসী। বেশ কিছু দিন জেল খেটে তিনি জামিনে বের হন।
রোববার সন্ধ্যার পর সেই মাদক কারবারি তার লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় কয়েকজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত তৈয়াব আলীকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি জনাব, মো. জিয়ারুল ইসলাম জানান, মাদক বিক্রি কেন্দ্র করে রোববার সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।