ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টাকা না পেয়ে বাবার বুকে ছুরি চালিয়েছে ছেলে আর এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়ায়। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। বাবা মগুল হোসেনকে (৫৫) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত মগুল মিয়া ওই এলাকার মৃত নবী হোসেনের ছেলে।
ঘটনার পরই বাড়ি ছেড়ে পালিয়েছে ঘাতক ছেলে মনির হোসেন (৩১) ও তার স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সরাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. আসলাম হোসেন জানান,
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।