ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত চার দিন নিখোঁজ থাকার পর ঝিনাইদহের হরিণাকুন্ডুতে হাফিজুর রহমান (৪০) নামের এক কৃষকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার কেষ্টপুর গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, হরিণাকুন্ডুর রিশখালী গ্রামের শহরাফ আলির ছেলে হাফিজুর রহমান গত বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে হরিণাকুন্ডু শহরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর সে আর বাড়ি ফিরে যায়নি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত শুক্রবার হরিণাকুন্ডু থানায় একটি জিডি করেন।
রবিবার কেষ্টপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় মাটির নিচে পুতে রাখা লাশের একটি অংশ দেখতে পায়। এরপর গ্রামের লোকজন পুলিশকে খবর দেয়। সন্ধ্যার আগে হরিণাকুন্ডু থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
হরিণাকুন্ডু থানার ওসি জনাব, সাইফুল ইসলাম জানান, কেষ্টপুর গ্রামের মাঠ থেকে হাফিজুর রহমান নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বুধবার থেকে নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।