শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৪

এক যুবককে হত্যা এবং লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মসজিদের পাশের ঝোপ থেকে সুনামগঞ্জের ছাতকে খালেদ নুর (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি সড়ক ও মসজিদের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ রাতেই দুজনকে আটক করেছে। নিহত খালেদ নুর উত্তর কুর্শি গ্রামের আঙুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা খালেদ নুরকে হত্যা করে তার লাশ ফেলে যায়। পুলিশের ধারণা, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে।
এ বিষয়ে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমদ উল্লাহ ভুঁইয়া বলেন, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।