রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:৩২

খুন হয়েছে ছুরির আঘাতে এক কিশোর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তের ছুরির আঘাতে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় মো. শিপন (১৫) নামে এক কিশোর খুন হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে তাকে হত্যা করা হয় তা জানা যায়নি।
কলাবাগান থানার ডিউটি অফিসার এসআই নজরুল ইসলাম বলেন, কাঁঠালবাগান বাজারের অদূরে মসজিদ গলি এলাকায় রাত ১০টার দিকে খুনের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে গেছে। এখনও ঘটনাটির ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। লাশ উদ্ধার করে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে এবং
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।