শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:৫৭

কুপিয়ে হত্যা মাছ ব্যবসায়ীকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রকাশ্যে ইয়াছিন আরাফাত (২২) নামের খুলনা নগরীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কাশেম সড়কে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক পেশায় একজন মাছ বিক্রেতা ছিলেন। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সোনাখাল গ্রামের বাসিন্দা ওবাইদুলের ছেলে। নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার জিন্নাত ফকিরের বাড়িতে তিনি মামার সাথে ভাড়া থাকতেন।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, হাসান আল মামুন বলেন, পূর্বশত্রুতার জের ধরে হয়তো তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।