ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিপক্ষের ছুরিকাঘাতে বগুড়া শহরতলীর চক কানপাড়ায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ এলাকায় তিনি খুন হন।
জহুরুল ইসলাম চককানপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে বেসরকারি অ্যাম্বুল্যান্সের ভাড়া ঠিক করে দেওয়ার কাজ করতেন।
ঘটনাস্থল এলাকা কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই নিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আহত অবস্থায় বাড়ি গিয়ে জহুরুল পরিবারের কাছে হামলাকারী দুর্বৃত্তদের নাম বলেছেন। তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে অভিযান চলানো হচ্ছে। জহুরুলের লাশ পুলিশি হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।