মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:৩৭

যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাস্তার ধারে জলাশয় থেকে সাতক্ষীরার বাইপাস সড়ক এলাকায় এক যুবকের (৩৫) মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৮ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৭টার দিকে বাইপাস সড়ক সংলগ্ন মাছের ঘেরের পাশে রাস্তায় তাজা রক্ত ও সেখানে একটি জুতা পড়ে থাকতে দেখা যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে লোকজন পার্শ্ববর্তী জলাশয়ে এক ব্যক্তির মাথাবিহীন লাশ দেখতে পান। এসময় সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ৮টার দিকে ওই লাশ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার এসআই লোকমান হোসেন জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য জায়গা থেকে ধরে এনে বাইপাস সড়কের উপর গলা কেটে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে দিয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। লাশ উদ্ধার হলেও মাথা পাওয়া যায়নি। লাশের পরিচয় এখনও অজ্ঞাত।
বুধবার ভোরের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।