মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:১০

গলাকাটা মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বিনোদন পার্ক থেকে দিনাজপুরের ঘোড়াঘাটে সবুজ মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার বুলাকীপুর কালুপাড়ায় একটি আম বাগানের ভিতরে ওই পার্কের একটি ঘর থেকে তার গলাকাটা মরদেহ লাশ উদ্ধার করা হয়।
নিহত সবুজ মিয়া পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রায়ভংগী গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে। সবুজ ১০-১৫ দিন যাবত পার্কটিতে দিনের বেলা মুদিখানার দোকানদারি করত এবং রাতে পার্কের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করত।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ক্রাইম সিন দলের সদস্যরা জানান, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়াও তার বুক ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।